Home / আন্তর্জাতিক / যে কারণে মালয়েশিয়ার এক মসজিদে পর্যটক নিষিদ্ধ
যে কারণে মালয়েশিয়ার এক মসজিদে পর্যটক নিষিদ্ধ

যে কারণে মালয়েশিয়ার এক মসজিদে পর্যটক নিষিদ্ধ

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের একটি মসজিদে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদের সামনে দুই নারী পর্যটকের নাচের দৃশ্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুই নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের দেয়ালে নাচছে। খবর বিবিসির।

দেশটির প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করছে ওই দুই নারী পরিচয় জানার। তবে তাদের দেখে পূর্ব এশিয়ার নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেসবুকে ওই নাচের ফুটেজ দুই লাখ ৭০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে।

সাবাহ স্টেটের পর্যটন মন্ত্রী বলেছেন ভিডিওটিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। গত রোববার মসজিদের চেয়ারম্যান বলেছেন, পর্যটকদের গণপরিবহনগুলো আর মসজিদের চত্বরে ঢুকতে দেয়া হবে না।

এ ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এ জন্য তিনি দেশটির ট্যুর এজেন্সিগুলোকে সতর্ক করে দেন।

মসজিদ পরিদর্শনের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের জন্য শরীর আবৃত করে যাওয়ার নির্দেশনা আগে থেকেই ছিল।

তবে প্রদেশটিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বিদেশি পর্যটকরা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেয়ার ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply