নতুন কমিটি নির্বাচন ছাড়াই শেষ হলো ছাত্রলীগের ২৯তম সম্মেলন। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় তিনি বলেন,‘ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।’
উল্লেখ্য, এর আগে গত তিনবার সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচন করা হলেও সেটা ছিল প্রশ্নবিদ্ধ। এ কারণে এবার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেতা হওয়ায় এবার তিনিই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করবেন। এবার ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ৩২৩ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ১১১ জন সভাপতি ও ২১২ জন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
(বাংলা ট্রিবিউন)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur