চাঁদপুরে “স্কুল অব হিউম্যানিটি” সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ঠইউ)এর সহযোগিতায় খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী জাফর আহমেদ এর উদ্যোগে ও মোহনা মিলি আফরিনের প্রচেষ্টায় স্কুল অব হিউম্যানিটি”-চাঁদপুর শাখার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী জাফর আহমেদ সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কিছু সময় কাটান এবং ভলান্টিয়ারদের উদ্দেশ্য করে বলেন জীবিকার তাগিদে ঝরে পড়া শিশুদের সাক্ষর জ্ঞান দান করা এবং তাদের বিদ্যালয়মুখী করতে যেন ভলান্টিয়াররা কাজ করেন।
পথ শিশুদের শিক্ষা দানে উৎসাহিত করা এবং ঝরে পড়ার হার রোধে সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়তা করে পথ শিশুদের বিদ্যালয়মুখী নিশ্চিত করতে যেন সহায়তা করেন ।
এই সময় উপসস্থিত ছিলো স্কুল অফ হিউম্যানিটি চাঁদপুর শাখার শিক্ষবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur