Home / লাইফস্টাইল / যেভাবে আমলকীর তেল তৈরি করবেন
আমলকীর তেল

যেভাবে আমলকীর তেল তৈরি করবেন

চুল পড়া বন্ধ করতে অনন্য আমলকীর তেল। এটি চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও অতুলনীয়। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন আমলকীর তেল। এক বছর পর্যন্ত রেখে চুলে ব্যবহার করা যাবে এই তেল।

যা যা লাগবে
আমলকী- ১৫টি
কারি পাতা- ১/৪ কাপ
নারকেল তেল- ১/৪ কাপ
নারকেল তেল বা তিলের তেল- ২/৩ কাপ
ভিটামিন ই ক্যাপসুল- ৫টি

যেভাবে বানাবেন
আমলকী ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শাঁস আলাদা করে কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারি পাতা ও ১/৪ কাপ নারকেল তেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ।

চুলায় মোটা তলযুক্ত প্যান বা কড়াই চাপিয়ে দিন। ২/৩ কাপ নারকেলের তেল বা তিলের তেল দিয়ে আমলকীর মিশ্রণ দিয়ে দিন। কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ৪০ থেকে ৪৫ মিনিট পর রঙ বদলে গেলে নামিয়ে ঢেকে রাখুন ৮ ঘণ্টা। এরপর স্ট্রেইনারের উপর একটি পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিন। কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই তেল।
বার্তাকক্ষ, ২০ মার্চ,২০২১;