চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দের প্রায় শতাধিক মোবাইল চুরি করে নিয়েছে চোর চক্র। সন্ধ্যায় মোবাইল ফোন চুরি করার সময় শামিম নামের এক যুবকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে উপস্থিত জনতা। মোবাইল চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় প্রায় অর্ধশতাধিক জিডি দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সম্মুখে মোবাইল চোরকে আটক করা হয়।
জানা যায়, চাঁদপুরে বিভিন্ন সভা সমাবেশ হলে পুরাণবাজার ও বড় স্টেশন এলাকার কিছু চোর মোবাইল ছিনতাই করে থাকে। অনেকে মোবাইল ফোন হারিয়েছে বলে থানা পুরিশের কাছে যেতে চায় না। নীরবে বাড়ি চলে যান। তবে চাঁদপুর শহরে অতিতের চেয়ে বেশী ছিনতাই হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ ইসমাইল হোসেন জানান, ‘সন্ধ্যার ঠিক আগ মূহূর্তে একটি যুবককে জেলা শিল্পকলার সামনে জনতা মোবাইল চোর বলে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
মোবাইল ফোন চুরি যাওয়া যুবলীগ নেতা জনি, জহির, অপুসহ কয়েকজন জানায়, বিভিন্ন স্থান থেকে আসা প্রায় শতাধিক নেতার মোবাইল ফোন চুরি হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার সুমন জানায়, দুপুরের পর থেকে মোবাইল ফোন চুরির প্রায় অর্ধশতাধিক জিডি হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur