Home / জাতীয় / রাজনীতি / যুবলীগের পদ পেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
যুবলীগের পদ, সম্মেলনের প্রায়

যুবলীগের পদ পেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

সম্মেলনের প্রায় এক বছর পর বাংলাদেশ যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এরপর সোশ্যাল সাইটে তিনি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

যুবলীগের সভাপতি ফজলে শামস পরশের সঙ্গে একটি সেলফি পোস্ট করে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘কমিটিতে নাম থাকা কোন সুবিধা নয় বরং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ভাইয়ের সম্মান পাহারার দায়িত্ব নেয়া। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, আজ শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আইন সম্পাদক হিসেবে ব্যারিস্টার সুমনের নাম ঘোষণা করেন। এর আগে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

বার্তা কক্ষ,১৪ নভেম্বর ২০২০