Home / বিনোদন / যুগলবন্দী জ্যোৎস্না
যুগলবন্দী জ্যোৎস্না

যুগলবন্দী জ্যোৎস্না

বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫ ১১:৫৭ অপরাহ্ন

 

বিনোদন প্রতিবেদক :

ডাক্তারের পরামর্শে অসুস্থ স্বামীকে নিয়ে পাহাড়ঘেরা সুন্দর একটা জায়গায় বেড়াতে যায় মিমলু। স্ট্রোকের কারণে তার স্বামী ইমতিয়াজের একপাশ অবশ হয়ে গেছে।

বিয়ের তিন বছর হলেও এখনো সন্তান আসেনি তাদের ঘরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শূন্যতা থাকলেও ভালোবাসায় ছেদ পড়েনি। একদিন তাদের রেস্ট হাউসের বারান্দায় একটা তীর এসে পড়ে। তীরের মাথায় একটা পাকুর গাছের পাতা। কিন্তু তীরটি কোত্থেকে এলো বুঝতে পারে না তারা।

মিমলু একদিন বনের ভেতর বেড়াতে গেলে একই রকম আরও একটি পাতা এসে পড়ে তার সামনে। আড়াল থেকে বেড়িয়ে আসে এক সুঠামদেহী জংলি মানুষ। এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘যুগলবন্দী জ্যোৎস্না’।

তানিয়া নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন রোমানা, আরমান পারভেজ মুরাদ, আহমেদ রুবেল প্রমুখ।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘যুগলবন্দী জ্যোৎস্না’।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না