২৯ জুলাই আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের শেষ দিনে হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন।
মনোনয়ন গ্রহণের প্রতিক্রিয়ায় হিলারি ক্লিনটন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি বিনয়, সংকল্প ও সীমাহীন আস্থার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।’
হিলারি আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে এমন দিন এসেছে, যখন ওপরের কোনো বাঁধা নেই, আকাশের কোনো সীমা নেই।’
মনোনয়ন লাভের দৌড়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ দিতেও ভুলেননি তিনি। হিলারি বলেন, ‘বার্নি আপনার প্রচারণা কোটি কোটি আমেরিকান বিশেষ করে তরুণ মার্কিনীদের উদ্দীপ্ত করেছে। আপনি আপনার প্রচারণায় অর্থনীতি ও সামাজিক ন্যায়বিচারকে সামনে এনেছেন, যা তারা ধারণ করে।’
সে সময় বার্নি স্যান্ডার্সের প্রচারণার ইস্যুগুলোকে গুরুত্ব দেয়ার অঙ্গীকার করে হিলারি স্যান্ডার্সের সমর্থকদের উদ্দেশে বলেন, স্যান্ডার্সের উদ্দেশ্য আমাদেরও উদ্দেশ্য।
এর আগে, মঞ্চে উঠেই তার চিরচেনা হাসি ছড়িয়ে দিয়ে হিলারি ক্লিনটন বললেন, ‘আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
এরপর একে একে শুরু হয় ধন্যবাদের পালা। মেয়ে চেলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন নাতনী শার্লির কথা। এরপর স্বামী বিল ক্লিনটন, প্রেসিডেন্ট বারাক ওবামা, ফাস্র্টলেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ জানান তিনি। (প্রিয়ডটকম)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পি,এম ২৯ জুলাই ২০১৬,শুক্রবার
কেএমআইজে
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur