Home / স্বাস্থ্য / বিশ্ব ম্যালেরিয়া দিবস:উদ্ভাবনী কাজে লাগাই,ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’
malaria ..

বিশ্ব ম্যালেরিয়া দিবস:উদ্ভাবনী কাজে লাগাই,ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’

আজ ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপি দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য,‘উদ্ভাবনী কাজে লাগাই,ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’।

দিবসটি ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম পালন করা হয় আফ্রিকায়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০ তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটি পালন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্যমতে,দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়।

দিবসটি উপলক্ষে রোববার ২৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মতবিনিময় সভায় জানানো হয়, গত ২০০৮ থেকে ২০২১ সালে দেশের ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ এবং মৃত্যু শতকরা ৯৩ ভাগ কমেছে। ২০২১ সালে বাংলাদেশে ম্যালেরিয়া রোগী ছিল ৭ হাজার ২৯৪ জন ও মৃত্যুবরণ করেছে ৯ জন।

উচ্চ ম্যালেরিয়াপ্রবণ তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়া রোগীর ৯৪ ভাগ পাওয়া গেছে। ম্যালেরিয়া নির্মূলের আওতাধীন ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ৮টি জেলায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল ১০ জন।

২৫ এপ্রিল ২০২২
এজি