চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা রিসোর্চ সেন্টারের ২ শতা¯্রাধিক পাঠ্যপুস্তক জব্দের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
২৩ অক্টোবর উপজেলা রিসোর্চ সেন্টারে (ইউআরসি) থাকা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির (২০১১-২০১৮ সালের বই) ২ হাজার ২৮৪টি পাঠ্যবই চুরি করে উপজেলা পরিষদের ফটকের সামনে ভাঙারি মালের এক ক্রেতার কাছে কেজির দরে বিক্রি করার সময় ইউআরসির ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু সালেহকে সহ বইগুলো আটক করে পুলিশ।
ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি এসে বইগুলো জব্দ করে উপজেলা শিক্ষা অফিসারের জিম্মায় রেখে দেন।
এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তদন্ত কমিটির ৩ জনের মধ্যে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান।
এ সংক্রান্ত আরো খবর- মতলবে ২ সহস্রাধিক সরকারি বই বিক্রয়কালে জব্দ
স্টাফ করেসপন্ড্ন্ট
২৫ অক্টোবর, ২০১৮