Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইকোফিশ-বাংলাদেশ প্রকল্প মৎস্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

হাইমচরে ইকোফিশ-বাংলাদেশ প্রকল্প মৎস্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়

চাঁদপুরের হাইমচরে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-বাংলাদেশ) প্রকল্প মৎস্য ব্যবস্থাপনা কমিটির (এফএমসি)মতবিনিময় সভা শনিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাকে সভাপতিত্বে ও ইকোফিশ প্রকল্পের প্রতিনিধি গবেষণা সহকারী (সিএনআরএস) মেহনাজ তাবাসসুম পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালায়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল।

সিএনআরএস এর সংস্থার বাস্তবায়নে সারা বাংলাদেশের মধ্যে ইকোফিশ এর প্রকল্পের আওয়াতায় হাইমচর উপজেলা পাড়া বগুলা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে উদ্বোধন করেন।

এসময় বলেন, জেলেদের পূর্বে চল্লিশ কেজি চালের পরিমান বৃদ্ধি করার আশ^াস দেন। অভিযান চলাকালীন সময় সরকার জেলেদের পূর্নবাসনের ব্যবস্থার বিষয়টি উল্লেখ করেন।

অভিভাবকদের উদ্দ্যেশে বলেন আপনাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাবেন এবং অসুস্থ্য হলে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহন করবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক এএসএম রাশেদুল হক, বিএফআরআই মহা পরিচালক ড. ইয়াহিয়া মাসুদ, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. মেলকন ডিকসন, ইকোফিশ প্রজেক্ট টিম লিডার ড. এস এম ওহাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ প্রমুখ।

প্রতিবেদক- বিএম ইসমাইল
১৯ জানুয়ারি, ২০১৯

Leave a Reply