Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মো. রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ
গণসংযোগ

মো. রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ ছাত্রনেতা মো. রাকিব মাঝি উপলক্ষে রাজরাজেশ্বর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।

৮ মার্চ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ১৪ নং রাজরাজেশ্বর ইনিয়নের ৬, ৭ ও ৯নং ওয়ার্ডের প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের সাথে নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় এ গণসংযোগ করেন।

এসময় তিনি রাজরাজেশ্বর ইউনিয়নে বাঁশগারি, সরকার কান্দি, বন্দুকশী বাজার, আফা মোলার বাজার, মাস্টার ঘাট, কুড়ালি কান্দিসহ প্রতিটি হাট-বাজার, পাড়া-মহল্লায় সকল শ্রেণীপেশার মানুষদের সাথে কুশল বিনিময় শেষে দোয়া এবং ভোট কামনা করেন।

এসময় রাজরাজেশ্বর ইউনিয়নবাসীও তরুণ ছাত্রনেতা মো. রাকিব মাঝিকে ভালোবাসায় ও মমতায় বুকে জড়িয়ে নেন। শ্রমজীবী মানুষের ভালোবাসা-মমতায় সিক্ত হন তরুণ এ ছাত্রনেতা।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রাকিব মাঝি বলেন, আমি একজন জনপ্রতিনিধির সন্তান। আমি রাজনীতিক পরিবারে বড় হয়েছি। ছোট বেলা থেকেই আমি মানুষ ও মানবতার কল্যানে কাজ করেছি। আমার স্বপ্ন ছিলো দেশের জন্য কাজ করা। সে স্বপ্ন থেকেই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আজকে আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি।

তিনি আরো বলেন, আপনাদের সন্তান হিসেবে আজকে আপনারা আমাকে যে ভালোবাসা ও মমতা দিয়েছেন তাতে আমি আনন্দিত এবং অভিভূত। আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে, আপনাদের সেবা করে এই ঋণ শোধ করবো ইনশাআল্লাহ্। আমি নির্বাচিত হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সততা এবং নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিজেকে নিয়জিত রাখবো, ইনশাআল্লাহ।

মো. রাকিব মাঝির নির্বাচনি গণসংযোগে রাজরাজেশ্বর ইউনিয়নের প্রতিটি এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৪