Monday, April 27, 2015 10:17:40 PM
আশিক বিন রহিম :
সদ্য অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহর তরুণলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
রোববার বিকেলে পুরাণবাজার মেরকাটিজ রোড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই শুভেচ্ছ জানানো হয়।
এসময় উপস্থি ছিলেন শহর তরুণলীগের সদস্য সচিব রমজান মিজি, যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া, আওয়ামীলীগ নেতা ফজল প্রধানিয়া, ভুট্টু হাওলাদার, কবির লস্কর, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু ভুইয়া, ক্রীড়া সম্পাদক কাঞ্চন লস্কর, শহর তরুণলীগ সদস্য রাসেল লিটন।
এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur