‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলি, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হোক দেশ প্রেশ’ এই স্লোগানকে ধারণ করে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের গৌরবের ৭ বছর পূর্তিতে চিরঞ্জীব ৭১ চিত্র প্রদর্শনী’র উদ্বোধন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে হয়েছে।
৩ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের সভাপতিত্বে ও সহ-সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। সন্ধায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধানে ছিলেন মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত ও সাধারণ সম্পাদক মৃণাল সরকার।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ৫:০০ এএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur