Monday, May 11, 2015 06:25:03 PM
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :
জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ আপিলের এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ।
ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না বলে চূড়ান্তভাবে রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।
তবে এ বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে হাইকোর্টের দেওয়া ৫০ লাখ টাকা করে জরিমানার আদেশ কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।
চাঁদপুর টাইমস/ প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur