আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিলামে ওঠা পোশাকটির সর্বোচ্চ মূল্য উঠেছে দেড় কোটি রূপি। মহারাষ্ট্রের অধিবাসী ধনকূবের মুকেশ পাটেল এই দাম হাকান।
শুক্রবার গুজরাটের সুরাটে ৩ দিনব্যাপী এই নিলাম অনুষ্ঠানে শেষ দিন। এর ওপরে আর দাম না উঠলে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময় মোদীর গায়ে থাকা ওই স্যুটটি কিনে নেবেন মুকেশ পাটেল। এর আগে সুরাটের এক বস্ত্রশিল্প ব্যবসায়ী এক কোটি ২১ রূপি স্যুটটির দাম হাকান।
পোশাকটি জুড়ে প্রধানমন্ত্রীর পুরো নাম নরেন্দ্র দমোদারদাস মোদী লেখা রয়েছে। এটি বানাতে খরচ হয় ১০ লাখ রুপি। এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সমালোচনার মুখে পরতে হয়েছে মোদীকে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ গঙ্গা নদী দূষণ মুক্ত করার কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
https://www.youtube.com/watch?v=GYm-aH97Xa4
সূত্র : ইন্ডিয়া টাইমস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur