চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকা থেকে দিনে দুপুরে সুজন আহমেদ নামে এক সংবাদকর্মীর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয় সংলগ্নে এ চুরি ঘটনা ঘটে।
জানাযায়, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার ও গ্লোবাল টিভি এবং দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সুজন আহমেদ সকালে সংবাদ সংগ্রহের কাজে ওই এলাকায় যান।

এ সময় তিনি মোটর সাইকেলটি সড়কের পাশে রেখে সংবাদ সংগ্রহ করার ফাঁকে তার চাঁদপুর ল-১১-৩২৪৯ নং, অ্যাপাচি ১৬০ সিসি, নীল রঙের মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।
ঘটনার পর বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। এবং একটি সাধারণ ডায়রি করা হয়।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,৩১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur