Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন
ফরিদগঞ্জে সামাজিক

ফরিদগঞ্জে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন

ফরিদগঞ্জে সামাজিক কর্মকান্ডে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুজ্জামান।

তিনি বলেন, দক্ষতা ব্যাক্তির সম্পদ। দক্ষ ব্যাক্তি জাতীর সম্পদ। নিজের স্বার্থে দক্ষতা বৃদ্ধি করুন। তাহলে আপনা আপনিই জাতীয় সম্পদে পরিনত হবেন। নিজেকে প্রস্তুত করুন। যোগ্যতা বৃদ্ধি করুন। কাউকে দোষারোপ করতে হবে না। দেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ নারী। তাই নারীদেরকে ব্যতিরেকে দেশের সার্বিক ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই যথাযথ সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করুন।

ফরিদগঞ্জের যুবকদেরকে জনকল্যাণে আত্মনিয়োগের মানসিকতা নিয়ে আরো অনেক সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, ডিপিওডি চাঁদপুর মমতাজ উদ্দীন মিলন, সাবেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এনায়েত উল্যাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।

প্রতিবেদকঃশিমুল হাছান,৩১ ডিসেম্বর ২০২০