চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘কোনোভাবেই লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো যাবে না। মোটর সাইকেলে এখন থেকে ৩ জন উঠলে সাথে সাথে তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করতে হবে।’
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ‘বিধি বিধান মেনে যানবাহন চালাতে হবে। নাম্বার ও হলুদ কালার রং বিহীন সিএনজিতে গ্যাস দেয়া যাবে না। লাইন্সেসধারী সে সকল সিএনজিতে হলুদ কালার রং নেই সে সকল সিএনজিতে হলুদ কালার লাগাতে হবে।’
যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চাঁদপুর-লাকসাম রেলপথে রেল পুলিশের সহযোগিতায় অচিরেই মাদক বিরোধী অভিযান চালানো হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিআরটিএ সহকারী পরিচালক শেখ মো. ইমরান, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লা অলি, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তফা কামাল, পুলিশের বিশেষ শাখা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
এ সংক্রান্ত আরেকটি প্রতিবেদন পড়ুন….লঞ্চ স্টাফদের কেবিন যাত্রীদের ভাড়া দেয়া যাবে না : এসপি শামসুন্নাহার
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:১১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ