Home / চাঁদপুর / চাঁদপুর বিপণীবাগ মডেল বাজার তৈরি সংক্রান্ত কমিটির সভা
চাঁদপুর বিপণীবাগ মডেল বাজার তৈরি সংক্রান্ত কমিটির সভা

চাঁদপুর বিপণীবাগ মডেল বাজার তৈরি সংক্রান্ত কমিটির সভা

চাঁদপুর বিপণীবাগকে মডেল বাজার করণে জেলা প্রশাসন ও জেলা মাকেটিং অফিস এর আয়োজনে ও বিপনীবাগ বাজার কমিটির সহযোগিতায় কমিটির সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়

এতে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘বিপণীবাগ বাজারকে মডেল করতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। বিপণীবাগ বাজার কমিটির সহযোগিতায় চাঁদপুর পৌরসভা এটি বাস্তবায়ন করবে। জেলা প্রশাসন শুধুমাত্র সহযোগিতা করবে। আর এর সুফল ভোগ করবে ব্যবসায়ী ও চাঁদপুরের জনগণ।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত বিপণীবাগ মডেল বাজারে অচিরেই নতুন সাইনবোর্ড, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, বিদ্যুৎ লাইন সংস্কার, রাস্তাঘাট পরিস্কার-পরিছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা ও বাজার ইজারাদারের সহযোগিতা প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের চেয়ে কমাতে হবে কিংবা কোন কোন ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখতে হবে, তাহলেই সাধারণ ক্রেতা বিপণীবাগ বাজারের দিকে এগিয়ে আসবে।’

জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ‘অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী , চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক দেবাশীষ রায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ , বিপণীবাগ বাজার সমিতির সভাপতি মো. জয়নাল আবদিন মাঝি, বিপণীবাগ বাজার ইজারাদার কাইয়ুম, ব্যবসায়ী সুলতান শেখ, আলাউদ্দিন প্রমুখ।

সভায় চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া তার বক্তব্যে বলেন, বিপনীবাগ বাজার কমিটির সহযোগিতায় বিপণীবাগ মডেল বাজার করার ব্যাপারে জেলা প্রশাসনকে চাঁদপুর পৌরসভা সব ধরনের সহযোগিতা করবে। অচিরেই বিপণীবাজারকে ব্যাপক সংস্কার করা হবে ।

তিনি আরো বলেন, ‘বাজারের পুরাতন মার্কেটটি ভেঙ্গে ১০তলা আধুনিক মার্কেট করার পরিকল্পনা রয়েছে । পাশের পুকুরটি ভরাট করে সেখানে মাছের বাজারটি স্থানান্তর করা হবে।

এসব বিষয়ে তিনি বিপণীবাগ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের ও শহরবাসীর সহযোগিতা চেয়েছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:১০ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

চাঁদপুর বিপণীবাগ মডেল বাজার তৈরি সংক্রান্ত কমিটির সভা

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply