‘দেশের প্রথম’ ইউনিয়নে ডিজিটাল কনফারেন্স হলরুম চাঁদপুরের মৈশাদীতে শনিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় উদ্বোধন করা হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, মৈশাদী ইউনিয়নে যা উন্নয়ন হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যা ওয়াদা দিয়েছি তা পূরণ করেছি। আর বাকি যা কাজ আছে আমি তা অতিদ্রæত শেষ করবো। আমি আমার ওয়াদা পালন করবো। আমার কারণে কেউ যদি ওয়াদা দিয়ে থাকেন তা আমি পূরণ করে দিব।
মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের নিজস্ব অর্থায়নে এ ডিজিটাল হলরুম স্থাপন করা হয়েছে।
এমপি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা ভালো থাকুক। উচ্চ শিক্ষায় শিক্ষিত হক। তাই বর্তমান সরকার জানুয়ারির প্রথম দিনেই সবার হাতে নতুন বই তুলি দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। তাই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।
ডা. দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় কোনো মানুষ না খেয়ে থাকে না। এমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাদের বার বার দরকার। তাই আপনারা আগামি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আনতে সবাই ভোট দিয়ে নৌকা মার্কাকে জয় যুক্ত করবেন।
অনুষ্ঠানের শুরুতেই ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল কনফারেন্স হল রুমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি ।
ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও ইউপি সচিব আবু বক্কর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর এসিল্যান্ড অভিষেক দাশ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ ওলি,চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক অ্যাড. জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সহ-সভাপতি মাসুদ রহমান নান্টু, সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সহ-প্রচার সম্পাদক মাসুদ হোসেন গাজি, এমপির প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃহুমায়ুন কবির সুমন,আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী , মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী , সহ-সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক বোরহান বেপারী, সমাজ সেবক নুরুজ্জামান খান বাবলু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান মিলন, আলীগ নেতা বাসু দেব বর্ধণ, মৈশাদী ইউনিয়নের যুবলীগের আহŸায়ক আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, হামানকর্দ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুক্তার হোসেন, প্রধান শিক্ষক দুলাল কৃজ্ঞ ঘোষ, হামানকর্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমিজানুর রহমান,মৈশাদী ইউপির প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় ৬নং মৈশাদী ইউনিয়নে মেম্বার গণের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা মেম্বার শাহিদা বেগম, শিল্পী আক্তার, জাহেদা বেগম, পুরুষ মেম্বার মো. হাকিম গাজী, মো. কালাম বেপারী, মো. বজলুল গণি জিলন, মো. মোশারফ বেপারী, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, মো. আবুল হোসেন খান, মো. ফারুক সরকার।সবশেষে ইউনিয়ন মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য বাংলাদেশে এ প্রথম ৬নং মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উদ্যোগে ইউনিয়নে ডিজিটাল কনফারেন্স হলরুম স্থাপন করা হলো ।
স্টাফ করেসপন্ডেন্ট