Home / চাঁদপুর / মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন শুরু হবে অক্টোবরে
মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন শুরু হবে অক্টোবরে

মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন শুরু হবে অক্টোবরে

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন শুরু হবে। আর আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ সমূহের নির্বাচন শুরু হবে।’

তিনি বলেন, ‘স্মাটকার্ড প্রদানের প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করা হবে।’

দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বিগত কমিশনের ক্রয় সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে দুদক। তারা যখন যে সহযোগিতা চাইছে নির্বাচন কমিশন তাদের তখনই সে সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
মো. শাহনেওয়াজ বুধবার সকালে চাঁদপুর জেলা সার্ভার স্টেশনের নতুন ভবনের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে তিনি সার্ভার স্টেশনের নতুন ভবনের উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন এবং আম গাছের চারা রোপণ করেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মিসেস শামছুন্নাহার, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিমল কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতোয়ার রহমানও উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

আপডেট: ০৮:২১ অপরাহ্ন,  ১৭ জুন ২০১৫, বুধবার

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না