Home / চাঁদপুর / মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে চাঁদপুরে দু’ফার্মেসীকে জরিমানা
Jorimana
প্রতীকী ছবি

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে চাঁদপুরে দু’ফার্মেসীকে জরিমানা

চাঁদপুরে শহরের হাজী মহসীন রোডের দুই ফার্মেসীতে মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঔষধ নিয়ন্ত্রন আইন ১৯৪০ এর ২৭ ধারায় হাজী মহসীন রোডের চিত্রলেখার মোড়ের রয়েল হাসপাতালের নীচে সিটি মেডিকেল হল তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা এবং একই সড়কের ঢাকা কনফেকশনারী সংলগ্ন তানভীর ফার্মেসীকে একই ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং উভয় ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ঔষধ তত্ত্বাবধায়ক) মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১০: ১০ পিএম, ৩০ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply