চাঁদপুর মতলব দক্ষিণে পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১১ জন। এর মধ্যে সাতজনের বাড়িই পৌরসভার বাইশপুর গ্রামে। তবে এই গ্রাম থেকে অন্য কোনো দলের মনোনয়নপ্রত্যাশী নেই।
স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ইতিমধ্যে মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় পোস্টার ও ব্যানার টানিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান দিচ্ছেন। দলীয় মনোনয়নের জন্য চালাচ্ছেন জোর তৎপরতা।
বাইশপুর গ্রাম থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা তওফিকুল ইসলাম দেওয়ান, পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, সাবেক ছাত্রনেতা ফারুক পাটোয়ারী, জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, মতলব কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আতাউর রহমান, আইনজীবী ও সাবেক ছাত্রনেতা মো.শাহ আলম।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ বলেন, মেয়র পদে যোগ্য ও ত্যাগী ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে।
চতুর্থ দফায় মতলব পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের কথা আছে। তবে এখনো ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়নি।
করেসপন্ডেট,৩০ ডিসেম্বর ২০২০