Home / সারাদেশ / মেয়রের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
মেয়রের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

মেয়রের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর ছোঁড়া গুলিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন সুমন (২৫) গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পৌর মেয়রের বাসভবন শহরের আড়পারায় এ ঘটনা ঘটে।

এ সময় রাসেল নামের অপর এক যুবলীগ কর্মীও আহত হয়।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর থেকে বাকুলিয়া রাস্তাটির কাজে বাঁধা দেয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ক্ষুব্ধ হয়। বেলা ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের সাথে আলোচনা করতে এলে মেয়র উত্তেজিত হয়ে তাদের উপর ৪ রাউন্ড পিস্তল ও দুই রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে।

এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন সুমন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ সময় মেয়র সমর্থকরা তিনটি মোটরসাইকেল ভাংচুর করে।

তবে পৌর মেয়র বললেন, আমি আত্মরক্ষার্থে আমার বৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছি। এতে কেউ আহত হয়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ‘রাস্তার নির্মাণকে কেন্দ্র করে ঘটনাটি ঘটছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তবে এ ঘটনায় এখন ও পর্যন্ত কালীগঞ্জ পৌর সভা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট

আপডেট : ০৬:০৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ