মোশাররফ করিম শুধু যে একজন অভিনেতা তা কিন্তু নয়। তিনি একজন শিল্পী। আর একজন শিল্পীর সবই জানা থাকে। এটা সবারই জানা তিনি ভাল গান করতে পারেন। প্রায় সময় নাটকের সেটে তার গুন গুন করে গান গাওয়ার অভ্যাস বহু দিনের। প্রায় সময় নাটকের দৃশ্যতেও গান গাইতে দেখা য়ায়। তার হাতে তোলা কিছু ছবি দেখে হয়ত পাঠক ভাবতেই পারেন তিনি একজন ভাল চিত্রগ্রাহক। শুটিংয়ের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তাকে যেতে হয়। সম্প্রতি, দেশের কুয়াকাটা, রাঙ্গামাটি, জমুনার পাড়ের বিভিন্ন ৪ থেকে ৫ টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন। আর শুটিংয়ের মাঝে যে ছবি গুলো তিনি তুলেছেন তা প্রিয়.কমের পাঠকের জন্য দেয়া হলো।

2)

3)

4)

Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur