সামনে বিয়ে। লাল শাড়ি তো কিনতেই হবে। শাড়ি ছাড়া কি আর বিয়ে হয়! কিন্তু বিয়েতে লাল শাড়ি কেন পরতে হবে? কখনো কি ভেবে দেখেছেন?
জনশ্রুতি আছে, বিপ্লবের প্রতীক লাল, ভালোবাসা ও যৌবনের প্রতীক লাল। ক্রোধের প্রতীক লাল, আবার শক্তির প্রতীকও লাল। অন্যান্য রঙের চেয়ের এর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়াও লাল বেশি চোখে লাগে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব কনেই বিয়েতে লাল রঙের শাড়ি বেছে নেন।
উপমহাদেশীয় অঞ্চলের দেশগুলোতে যুগ যুগ ধরে এ পরিক্রমা চলে আসছে। অন্যান্য রঙের শাড়ি যে কনেরা পরেন না তা নয়, কিন্তু তা হাতে গোনা।
পরিবার থেকেও এ রঙটিকেই বেশি গুরুত্ব দেয়া হয়। মেহেদী, বিয়ে, বৌভাত- বিয়েতে এখন নানা অনুষ্ঠানের ছড়াছড়ি। কিন্তু বিয়ের মূল অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে লাল শাড়িতেই নিজেকে সাজিয়ে তোলেন কনেরা।
বিয়েতে অন্য কারও চেয়ে কনের ওপরই আলোটা থাকে। সবাই আগ্রহ থাকে কনে দেখার। আর লাল রঙের শাড়ি কনে হয়ে উঠেন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়। সুতি, জামদানি, তাঁত, মসলিনের মধ্যে থেকে কনে কিংবা তার পরিবার পছন্দের লাল শাড়িটি বেছে নেন।
নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব বিয়েতেই কনের জন্য লাল রঙের শাড়ি অবিচ্ছেদ্য অংশ। লাল বেনারসি পরিহিতা নতুন বউকে যেমন মোহময়ী লাগে। তেমনই বরের চোখেও আসে ভালোবাসার নেশা। অর্থাত্ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালোবাসার প্রতীক।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুগ যুগ ধরে বিয়েতে লাল শাড়ি প্রচলন চলে আসছে। বিয়েতে অন্যান্য রঙের শাড়ি পরলেও লাল রঙের শাড়ি পড়া চাই-ই চাই।
বিয়েতে অন্য কারও চেয়ে কনের ওপরই সবার নজর থাকে। সবাই আগ্রহ থাকে কনে। আর লাল রঙের শাড়িতে কনে হয়ে উঠে বেশ আকর্ষণীয়। তবে লাল বেনারসি শাড়ির কদর থাকে সবসময়। এখনো পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে বেনারসি।
বার্তা কক্ষ
৪ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur