প্রথম দলে ঢোকার সময় তার জার্সি নম্বর ছিল ১৯। তখনও ১০ নম্বর পরে মাতাচ্ছেন ঝাঁকড়া চুলের এক ব্রাজিলীয় তারকা। প্রায় তিন বছর পরে তার হাতে আসে ১০ নম্বর জার্সি। তারপরের ঘটনা ইতিহাস। ১০ নম্বর জার্সির দৌলতেই এখন তিনি গোটা বিশ্বের কাছে ‘এল এম টেন’ নামে পরিচিত।
কিন্তু দলে সেই সময় বড় বড় ফুটবলার থাকতেও তারই ১০ নম্বর জার্সি পাওয়ার কারণ কী? বৃহস্পতিবার সেই রহস্য ফাঁস করলেন লিওনেল মেসি। জানালেন, ক্লাব ছেড়ে যাওয়ার সময় রোনাল্ডিনহোই তাকে ১০ নম্বর জার্সি অফার করেন। ২০০৮ সালে বার্সা ছেড়ে মিলানে যোগ দেন রোনাল্ডিনহো। সেই সময়ের কথা উল্লেখ করে বার্সার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ক্লাব ছাড়ার আগে বেশ কিছুদিন ধরে চিন্তান্বিত ছিল রোনাল্ডিনহো। শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলার পর আমাকে ওর জার্সি নম্বর অফার করে। ওর কী অবদান রয়েছে সে সব না ভেবেই আমি জার্সিটা নিয়ে নিই। ভাবলে হয়ত কোনোদিনই সেটা নেওয়ার যোগ্যতা হতো না।’
প্রথম দিন সিনিয়র দলের ড্রেসিংরুমে ঢোকার সময় ভীষণ নার্ভাস ছিলেন মেসি। কিন্তু তখন ব্রাজিলীয় তারকাই মেসির জড়তা কাটিয়ে দিয়ে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সে কথা বলতে গিয়ে মেসি বলেন, ‘ড্রেসিংরুমে সে সময় যারা ছিল প্রত্যেকে আমাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু রনির (রোনাল্ডিনহোকে এই নামেই সতীর্থরা ডাকেন) স্বাগত জানানোর কায়দাটা ছিল অভূতপূর্ব। বার্সার ‘বি’ দলের খেলোয়াড়রা একদিকে বসত, অপরদিকে প্রথম দলের খেলোয়াড়রা। কিন্তু রনিই আমাকে ডেকে নিয়ে ওর পাশে বসায়। প্রথমে ভয় পেলেও আমি বসে পড়ি।’ ব্রাজিলীয় তারকার সরলতার কারণেই ধীরে ধীরে তঁার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় মেসির। যার ফলাফল খেলার মাঠে সবাই দেখেছেন।–সংবাদমাধ্যম
।। আপডেট : ০৩:০০ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur