চাঁদপুর

চাঁদপুর বড়স্টেশন মোলহেডসহ ৮টি ভাঙন স্থান নির্ধারণ

চাঁদপুর বড়স্টেশন মোলহেডসহ শহর রক্ষা বাঁধের ৮টি ক্ষতিগ্রস্ত স্থানসহ প্রায় ২শ’ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হিসেবে নির্ধারণ করেওইসব স্থানে সিসি ব্লক বসানোসহ সংস্কার কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক।

গত রোববার ( ২১ আগস্ট) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা নদীর উত্তাল ঢেউ চাঁদপুর শহর রক্ষা বাঁধে এসে আঘাত হানে। এ সময়

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে ঢাকা ম্যাপিং সেলের খন্দকার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে ৩ জন সার্ভেয়ারসহ একটি প্রতিনিধিদল দিনব্যাপি ক্ষতিগ্রস্ত স্থানগুলো পর্যবেক্ষণ করেন।

তাদের সূত্রে জানা যায়, এ প্রতিনিধিদর পূর্বের ও বর্তমান রিপোর্ট যাচাই বাছাই করে নতুন জরিপ রিপোর্ট প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাবে।

এদিকে বিকেলে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পুনরায় পরিদর্শন শেষে মোলহেডের বর্তমান অবস্থা ও কাজের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানান, সচিবসসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা হয়েছে, মোলহেড ক্ষতিগ্রস্ত হলে চাঁদপুরবাসী ক্ষতিগ্রস্ত হবে। জরুরি ভিত্তিতে সিসি ব্লক ভাঙন স্থানগুলোতে সংস্কারের কাজ শুরু করা হবে।’

তিনি আরো জানান, ‘আগামি ৭ দিনের মধ্যে কাজ সমাপ্ত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দশনা দেয়া হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত দর্শণার্থীরা মোলহেডে প্রবেশ করতে পারবেন না।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রায়ন আহমেদ জানান, ‘যে কোনো রোগ আগে নির্ণয় করতে হয়, তেমনি ভাঙনস্থল গুরুতর না সাধারণ তা ঢাকা থেকে রিপোটিংয়ের মাধ্যমে নির্ণয় করা হবে। আমরা রিপোর্ট করে ঢাকা পাঠাবো, সেখান থেকে এটি চূড়ান্ত হয়ে আসবে।’

তিনি আরো জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধের ৩৩শ’ ৬০ মিটারের মধ্যে পুরাণবাজার ও মোলহেডসহ প্রায় ২শ’ মিটার ক্ষতিগ্রস্ত স্থান নির্ধারণ করা হয়েছে। এ স্থানগুলোর মধ্যে থাকা ব্লক ও মাটি সরে যাওয়ায় শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।’

তবে পানি না শুকানো পর্যন্ত কাজ শুরু করা যাবে না বলেও জানান এ কর্মকর্তা।

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- ১) চাঁদপুর শহর রক্ষা বাঁধ ও মোলহেড এখনো মেরামত হয়নি

২) মেঘনার উত্তাল ঢেউ আচড়ে পড়ছে বড়স্টেশন মোলহেডে : তিন দিকে ভাঙন(ভিডিওসহ)

: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০০ পিএম, ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share