Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন
মেঘনা-ধনাগোদা

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২০ সেচ মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উদামদী পাম্প হাউসে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে সেচ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড.নূরুল আমিন রুহুল।

উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপাউবো এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিক উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুৃল হায়াত, মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন সফি,ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ নেতা, বিআরডিবি’র সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদ,আওয়ামী লীগ নেতা শরীফ দর্জি,সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন,ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমূখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল