চাঁদপুরের মেঘনার মোলহেডে নিমজ্জিত সিমেন্ট বোঝাই ট্রলারের নিখোজ মাঝি আ. বারেকের লাশ ৪ দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সদরের আখনের হাটে চরে এক কৃষক লাশটি রশি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রহল্লাদ সঙ্গীয় সদস্যদের নিয়ে গলিত লাশটি থানায় নিয়ে আসে।
প্রসঙ্গত, গত শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা থেকে এস.আর এক্সপ্রেস নামক স্টিল বডির একটি ট্রলার ২৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে লঞ্চের ঢেউয়ে নিমজ্জিত হয়।
এতে ২জন মাঝি সাতরিয়ে পাড়ে উঠতে পারলেও আ. বারেক নদীতে নিখোঁজ হয়।
এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন-চাঁদপুর মেঘনায় মালবাহী ট্রলারডুবি : নিখোঁজ ১
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur