Home / চাঁদপুর / অবশেষে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নির্বাচন সম্পন্ন
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নির্বাচন সম্পন্ন

অবশেষে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নির্বাচন সম্পন্ন

একাধিকবার নিষেধাজ্ঞার পর অবশেষে চাঁদপুর জেলা শহরের সর্ববৃহৎ বিপণী বিতান রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে আনোয়ার হোসাইন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং সাধারণ সম্পাদক পদে ইতালি লেদার হাউজের হাফেজ কাজির হোসেন মৃধা (মোবাইল) ১৪০ ভোট পেয়ে নির্বচিত হয়েছে।

সাধারণ সম্পাদক পদে তার নিকটতন প্রতিদ্বন্দ্বী সামি সুজ স্টোরের জয়নাল আবেদীন পেয়েছেন (ঘড়ি) পেয়েছেন ৬৫ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় ভোটাররা শান্তির্পূণ ও আনন্দঘন পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। এবারের নির্বাচনে ১২টি পদে মোট ২৬জন প্রার্থী অংশগ্রহণ করেন।

সহ-সভাপতি পদে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে দু’জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন, বেনারশী চয়েজ বুটিকসের মো. মহসীন মিয়া (মই) ১১০ ভোট ও চুমকি ফ্যাসনের আলহাজ্ব মজিবুর রহমান আখন্দ (মাছ) ৯৫ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে টাইটানিক সুজের মো. আল আমিন খান (টিউবওয়েল) ১১০ ভোট ও কোশ্চেনের হুমায়ুন কবির খোকন গাজী (তালা) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মতিন ট্রেডাসের্র মজিবুর রহমান জুয়েল (হরিণ) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুহা গার্মেন্টসের আলী আফজাল পলাশ (টেবিল) পেয়েছেন ৯২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে থানভী বস্ত্রালয়ের মুহাম্মদ ইকবাল হোসেন (খেজুর গাছ) ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভূঁইয়া ফ্যাশন হাউজের মো. সোহেল ভূঁইয়া (প্রাইভেটকার) পেয়েছেন ৯৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে ডিসকভারীর মো. সাইফুল ইসলাম (গ্লাস) ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী মৈশাদী ইলেক্ট্রিকের মো. মোজাম্মেল হোসেন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৫৪ ভোট।

ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আঁখি মেটাল ওয়ার্কসপের মো. আলী হোসেন (চশমা) ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ মোহনা ক্লথ স্টোরের মো. জাকির হোসেন (মোমবাতি) পেয়েছেন ৮৩ভোট।

প্রচার সম্পাদক পদে মজিবুর রহমান (আম) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৫জন নির্বাচনে অংশ নিয়ে ৪জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সিয়াম ফ্যাশনের মো. ইসহাক মিজি (জগ) ১৫৬ ভোট, সামিয়া লাইট হাউজের মো. আমিনুল ইসলাম (পেঁপে) ১৪১ ভোট, এক্সপোর্ট থ্রি’র মো. মাহবুব আলম খোকা (কাঁঠাল) ১২১ ভোট, এফএমএফ কালেকশনের মো. দেলোয়ার হোসেন (আঙুর) ১১৮ ভোট।

প্রসঙ্গত, এর আগে নির্বাচনের মাত্র একদিন আগে নাটকীয়ভাবে নির্বাচন বন্ধ হয়ে যায়। মার্কেটের বেশকিছু দোকানি সদস্য পদ না পওয়ায় তাদের অভিযোগের ভিত্তিতে প্রথমে মডেল থানা আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত রাখে।

চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নির্বাচন সম্পন্ন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply