Home / চাঁদপুর / মেঘনাসহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করেনি
মেঘনাসহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করেনি

মেঘনাসহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করেনি

চাঁদপুরে বন্যা পরিস্থিতে নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি | আপডেট: ০৭:৫৪ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।

৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সারাদেশে বন্যা কবলিত জেলার মধ্যে চাঁদপুর জেলাও রয়েছে। সেই আলোকে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে চাঁদপুরের মেঘনাসহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করেনি। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনো স্থানে ক্ষতি কিংবা সমস্যা দেখা দিলে মিডিয়ায় দেয়ার পূর্বে আমাদের অবহিত করবেন। গণমাধ্যমসহ সকলে এখন থেকে ডিসি চাঁদপুর ফেসবুকে তথ্য দিতে পারবেন এবং জানতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহম্মদ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাতসহ স্থানীয় পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫