Wednesday, 03 June, 2015 03:44:20 PM
আশিক বিন রহিম :
চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনা নদী মোহনা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশের ইনচার্জ এসআই মো. মোশারফ হোসেন ও এটিএস আই মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে মেঘনা নদীর মোহনায় তীরে যুবকের লাশটি ভাসতে দেখে বড় স্টেশন এলাকার নারগিস নামে এক মেয়ে। পরে সে স্থানীয়দের সহযোগিতায় লাশটি নদীর পাড়ের একটি ব্লকের সাথে রশি দিয়ে বেঁধে রাখে, যাতে লাশটি পানির স্রোতেভেসে না যায়।
পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানার এস আই আনোয়ারের সহযোগিতায় ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত অজ্ঞাত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ আরো জানায়, লাশটি দেখে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে যে প্রায় ৫ থেকে ৬ দিন পূর্বে অজ্ঞাত এই যুবককে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে হত্যাকারীরা। লাশটির শরীরের পিঠে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur