Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের শুভ সূচনা
মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের শুভ সূচনা

মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের শুভ সূচনা

মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিন ব্যাপি ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের বৃহস্পতিবার(১৩ সেপেটম্বর) বিকেলে শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় ৪ দিন ব্যাপি ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খান।

মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি অজয় ভৌমিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের উপদেষ্টা রনজিত কুমার বনিক, চাঁদপুর জেলা স্কাউট সহকারী পরিচালনক দয়াময় হালদার, মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মেহেদী মাসুদ, জেলা কাব লিডার তাহমিনা আক্তার, কোষাদক্ষ্য মাসুদ দেওয়ান, মতলব উত্তর নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয় ইউনিট লিডার মো. জাহাঙ্গীর আলম রতনম মতলবগঞ্জ পাইলট বালিকা ইউনিট লিডার বিউটি বেগমসহ আরো অনেকে।

মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিন ব্যাপি ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের শুক্রবার (১৪ সেপেটম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজে লা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ স্কাউটস্ কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফারুক আহমেদ, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের সভাপতি অজয় ভৌমিক।

প্রসঙ্গ, ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পে অংশগ্রহণকারী ইউনিটগুলো হলোঃ মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপ চাঁদপুর ইউনিট, মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপ ফরিদগঞ্জ ইউনিট, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট, আল আমিন একাডেমী ইউনিট, মতলবগঞ্জ পাইলট বালিকা ইউনিট, মতলব উত্তর নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয় ইউনিটের মোট ১২০ স্কাউট সদস্য অংশ গ্রহণ করবেন।

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply