চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে ১২ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশ্রাফপুর ইউনিয়নের হাটখোলা বাড়ির কাজী তৈয়ুবুব আলী (৭০) গত রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় মারা যান। ১২ ঘন্টার ব্যবধানে তার স্ত্রী রাজিয়া বেগম (৬০) (৯ আগস্ট) সোমবার সকালে মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তারা ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাদের ছেলে কাজী হাবীবুর রহমান জানান, তার বাবা-মা বয়স্কজনিত কারণে মারা গেছেন। কিন্তু এলাকাবাসী জানায়, তারা দু’জনই মৃত্যুর পূর্বে করোনার উপসর্গ জ্বর-কাশিতে ভুগছিলেন।
একই দিন সোমবার ভোরে ভোলাইর বাড়ির রহমতের স্ত্রী সাবিনা বেগম (৩০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্বামী রহমত।
তিনি জানান, তার স্ত্রী অন্ত:সত্ত্বা ছিলেন। সোমবার সকাল ১০টায় আশ্রাফপুর নতুনবাজার সংলগ্ন ঘনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে মৃত ৩ জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur