Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর জেলায় ৮৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন ইঞ্জি. শাহাদাত
অক্সিজেন

চাঁদপুর জেলায় ৮৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন ইঞ্জি. শাহাদাত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে প্রথম ধাপে চাঁদপুর সদর হাসপাতাল, কচুয়া,শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

এর মধ্যে ২৫টি চাঁদপুর সদর হাসপাতাল, কচুয়া উপজেলায় ১৫টি,শাহরাস্তি উপজেলায় ১০টি ও হাজীগঞ্জ উপজেলায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

২য় ধাপে কচুয়া উপজেলায় ২৫ টি,হাজীগঞ্জ,শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলায় সর্বোমোট ৮৫টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।

৯ আগস্ট সোমবর সন্ধ্যায় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ ও পৃথক ভাবে অন্যান্য উপজেলা টিএইচওগন এসব অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন।

আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক, অক্সিজেন সরবরাহ পরিচালনা কমিটির সদস্য সচিব কচুয়া উপজেলার নলুয়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন শীবলু, পিইন্জ এর সার্বিক তত্বাবধানে কচুয়াসহ চাঁদপুর জেলায় এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। এদিকে কচুয়ার নলুয়া নলুয়া গ্রামের কৃতি সন্তান, আইইবি’র সম্মানী সাধারন সম্পাদক,ইন্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন শীবলু দ্বিতীয় বারের মতো কচুয়া উপজেলায় ২৫টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ আগস্ট ২০২১