Thursday, 28 May, 2015 05:20:47 AM
চাঁদপুর টাইমস ডেস্ক:
ভবিষ্যতে নতুন আইনে মৃত্যুদণ্ডের বিধান না রাখার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এটা হবে না বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেলকে সাক্ষাৎদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের প্রশ্নে মৃত্যুদণ্ড বহাল থাকবে। কারণ আমাদের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।’
এদিকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধির প্রশ্নে মন্ত্র বলেন, ‘এটা সময়সাপেক্ষ ব্যাপার। কারণ এরসঙ্গে অনেকগুলো আইন যুক্ত। এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে হচ্ছে। এছাড়া বিষয়টি মন্ত্রীসভায় অনুমোদেনের প্রয়োজনও রয়েছে।’
এসময় মানবপাচার রোধে দেশের ৭টি বিভাগীয় শহরে ৭টি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
তিনি জানান, সুইডেনের মানবাধিকার বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ দেশে মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করতে চায় সুইডেন। এ বিষয়ে সুইডেনকে স্বাগত জানানো হয়েছে।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আপনার মন্তব্য লিখুন…
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur