Home / জাতীয় / মুন্সীগঞ্জে প্রাচীন কেল্লায় মিললো কয়েকশ বিস্ময়কর মাটির কলস
মুন্সীগঞ্জে প্রাচীন কেল্লায় মিললো কয়েকশ বিস্ময়কর মাটির কলস

মুন্সীগঞ্জে প্রাচীন কেল্লায় মিললো কয়েকশ বিস্ময়কর মাটির কলস

‎Wednesday, ‎May ‎13, ‎2015 12:52:26 AM

শাহজাহান শাওন : 

সম্রাট আওরঙ্গজেবের সময়কালে তৈরি মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সংস্কারের সময় মাটির নিচের কক্ষ থেকে বেরিয়ে এলো কয়েকশ পুরোনো আমলের বিস্ময়কর মাটির কলস। ধারণা করা হচ্ছে এই কলসগুলো কয়েকশ’ বছরের পুরনো।

মঙ্গলবার দুপুরে মূল কেল্লাটির কেন্দ্রস্থলের মেঝের পরিষ্কার করার সময় এ কলসগুলো বেরিয়ে আসে বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। তিনি বলেন, এ পর্যন্ত তিনশ ভিন্নধর্মী সৃষ্টি কলস সংরক্ষণ করা হয়েছে, তবে কিছু কলস ভেঙে গেছে।

প্রায় এক ফুট ভারি চুন সুড়কির মেঝের নিচে মাটির তৈরি কলসগুলো পাওয়া যায়। কলসগুলো জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের ধারণা কলসগুলো প্রায় চারশ বছর আগের তৈরি।

ঢাকা বিভাগের পুরাকীর্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহাবুব-উল-আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলসগুলো ব্রিটিশ আমলে তৈরি এবং কেল্লার শীতাতপ নিয়ন্ত্রণের জন্য সারিবদ্ধভাবে কলসগুলো মেঝের নিচে রাখা হয়েছিল।

আপাতত ইদ্রাকপুর কেল্লার মেঝের সংস্কার কাজ বন্ধ থাকবে। তবে অন্য অংশে যথারীতি সংস্কার কাজ চলবে বলে জানান তিনি।

মাহাবুব-উল-আলম আরও জানান, মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার মীর জুমলা ইদ্রাকপুর কেল্লা তৈরি করেন। প্রাচীন এ নিদর্শনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য সংস্কার করছে পুরাকীর্তি অধিদপ্তর।

চাঁদপুর টাইমস : ‍এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।