Home / খেলাধুলা / কারাগার থেকে মুক্তি পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি
কারাগার থেকে মুক্তি পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি
ফাইল ছবি

কারাগার থেকে মুক্তি পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৫ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

সানির আইনজীবী এম জুয়েল আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী এম জুয়েল আহম্মেদ বলেন, ‘আজ বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সানির জামিনের আদেশ দেন। এর পরই কারাগারে আমরা মুক্তিনামা (বেইলবন্ড) পাঠিয়ে দিয়েছি। সেটি পাওয়ার পরই সানিকে মুক্তি দেওয়া হয়েছে।’

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন। এরপর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।

নিউজ ডেস্ক
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ০৫ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

এইউ

Leave a Reply