সুপারমডেল মিরান্ডা কারের নগ্ন ছবি প্রচ্ছদে ছেপে বেশ ঝামেলায় পড়েছে হারপারস বাজার অস্ট্রেলিয়া। প্রচ্ছদে নগ্ন ছবির কারণে সাময়িকীটি সরিয়ে ফেলছে অস্ট্রেলিয়ার অনেক দোকান।
জন্মদিনের পোশাকে মিরান্ডা কারের ছবিটি ক্রেতাদের জন্য উপযুক্ত মনে করেননি অনেক ক্রেতা। উইমেনস ওয়্যার ডেইলির মতে, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহৎ সুপারমার্কেট কোলস পুরো অস্ট্রেলিয়া জুড়ে ৭৭৬টি দোকান থেকে সরিয়ে ফেলেছে মিরান্ডা কারের প্রচ্ছদ সম্বলিত ম্যাগাজিনটি।
একটি বিবৃতিতে দোকানের একজন মুখপাত্র জানান, “আমাদের ক্রেতাদের মতামতের ভিত্তিতে, বিশেষ করে যারা তাদের সন্তানের সঙ্গে এখানে কেনা-কাটা করতে আসেন; আমরা তাদের অভিযোগের ভিত্তিতে সপ্তাহের শুরুতেই ম্যাগাজিনটি দোকান থেকে সরিয়ে ফেলি।”
৩২ বছর বয়সী সুপারমডেল মিরান্ডা ম্যাগাজিনের প্রচ্ছদে আবির্ভূত হয়েছেন ভারী সরোভস্কি হার ও কানের দুল এবং ক্রিশ্চিয়ান লোবোটিন পাম্পসে সজ্জিত হয়ে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur