রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে দিমিত্রি মেদভেদের পদত্যাগের ঘোষণা পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কর বিভাগের প্রধান মিখাইল মিশুস্তিনের নাম ঘোষণা করেছেন পুতিন।
৫৩ বছর বয়সী মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে সরকারে কাজ করে আসছেন এবং ২০১০ সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব পালন করছেন। এদিকে পুতিনের কাছে পদত্যাগপত্র দেয়ার পর দিমিত্রি মেদভেদ এখন রাশিয়ার প্রভাব বিস্তারকারী নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে বুধবার রাশিয়ার পুরো সরকার ব্যবস্থা পদত্যাগের ঘোষণা দেয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রুশ প্রেসেডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেয়ার পর গোটা সরকার পদত্যাগ করে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন বলেন, রাশিয়ায় বড় ধরনের সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন। প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের নির্বাচনে পার্লামেন্টকে ক্ষমতা দেয়ার প্রস্তাব দেন তিনি। দেশের সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটেরও প্রস্তাব দেন পুতিন।
ভোটের নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না করেই তিনি বলেন, সংবিধানের আমূল পরিবর্তনে দেশের মানুষের মধ্যে ভোট হওয়া প্রয়োজন বলে আমি মনে করছি।
রাশিয়ার সংবিধান অনুযায়ী, দেশটিতে কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। ফলে ২০২৪ সালে মেয়াদ শেষ হওয়ার পর পুতিন বর্তমান সংবিধানের অধীনে আর রাশিয়ার নেতা থাকতে পারবেন না। তাই সংবিধান পরিবর্তনের এমন প্রস্তাব দিয়েছেন তিনি।
রাশিয়ার স্থানীয় দৈনিক দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, সংবিধানের এই আমূল পরিবর্তনের মাধ্যমে পুতিন ভবিষ্যতে আবার রাশিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসছেন। পুতিনের সমালোচকদের দাবি, অতীতের মতো সংবিধান সংশোধন করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতেই এ পরিবর্তন আনার পরিকল্পনা তার।
পুতিন ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকার পর এক চালাকি করেন। সংবিধান সংশোধন করে তিনি প্রেসিডেন্টের চেয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে ওই বছর রুশ প্রধানমন্ত্রী হন। প্রেসিডেন্ট করেন দিমিত্রি মেদভেদেভকে। তারপর ২০১২ ও ২০১৮ সালে পুনরায় প্রেসিডেন্ট হন, তার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।
১৯৯৯ সালে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। অনেক রুশ তখন জানত না কে এই পুতিন। তার কয়েক মাস পর ইয়েলৎসিন অনেকটা নাটকীয়ভাবে পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত করেন।
তারপর থেকে প্রায় দুই দশক ধরে পুতিন রাশিয়ার নেতা। ২০২৪ সালে মেয়াদ শেষ হতে যাওয়া পুতিনের প্রেসিডেন্ট পদে থাকা না থাকা নিয়ে খোদ রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন চলছে। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে।
মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্তিন রাশিয়ান অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে ফেডারাল ট্যাক্স সার্ভিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মিখাইল মিশুস্তিন ১৯৬৬ সালের ৩ মার্চ মস্কোয় জন্মগ্রহণ করেছিলেন । ১৯৮৯ সালে তিনি সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্ট্যানকিন থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৯২ সালে একই ইনস্টিটিউটে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পড়াশোনা শেষ করেন।
স্নাতক স্কুল থেকে স্নাতক পাস করার পরে, তিনি একটি পরীক্ষা ল্যাবরেটরির পরিচালক হিসাবে কাজ শুরু করেন, এবং পরে আন্তর্জাতিক পাবলিক ক্লাবের (আইসিসি) একটি পাবলিক অলাভজনক সংস্থা বোর্ডের নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
১৯৯৮ সালে, তিনি রাশিয়ান ফেডারেশনের রাজ্য ট্যাক্স পরিসেবা প্রধানের কাছে ট্যাক্স প্রদানের প্রাপ্তির উপর অ্যাকাউন্টিং এবং নিয়ন্ত্রণের জন্য তথ্য সিস্টেমের সহকারী হিসাবে রাজ্য পরিসেবায় যোগদান করেছিলেন। তারপরে তিনি কর ও শুল্কের জন্য রাশিয়ান ফেডারেশনের উপমন্ত্রীর পদে কাজ করেছিলেন, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের মধ্যে রিয়েল এস্টেট ক্যাডাস্ট্রির ফেডারাল এজেন্সি প্রধান এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিচালনার জন্য ফেডারাল এজেন্সিের প্রধান ছিলেন তিনি।
২০০৮ সালে, তিনি নিজেই সরকারি চাকরি ছেড়ে ব্যবসায়ে ফিরে আসেন এবং ব্যবসায় বিনিয়োগ করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি রাশিয়ার রাষ্ট্রপতির কর্মচারী রিজার্ভে যোগ দেন
২০২০ সালের ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেন। এটি রাশিয়ান সরকার থেকে প্রধানমন্ত্রী হিসেবে দিমিত্রি মেদভেদেভের পদত্যাগের পরা করা হয়েছিল। রাজ্য ডুমা (রাশিয়ান সংসদের নিম্নকক্ষ) ১৬ জানুয়ারিতে মিশুস্তিনের নিয়োগের বিষয়ে শুনানি নির্ধারণ করে।
চাঁদপুর টাইমস রিপোর্ট, ১৬ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur