Home / চাঁদপুর / মা হারা ৩ শিশুর পাশে অশ্রুসজল এসপি শামসুন্নাহার
মা হারা ৩ শিশুর পাশে অশ্রুসজল এসপি শামসুন্নাহার

মা হারা ৩ শিশুর পাশে অশ্রুসজল এসপি শামসুন্নাহার

কিছু মৃত্যু শুধু স্বজনদের কাঁদিয়ে ক্ষ্যান্ত থাকে না, কাঁদায় ঘটনার প্রত্যক্ষদর্শী আরো মানুষকে। শোকাহত করে রক্ত সম্পর্ক নেই এমন অনেককে।

এমনি এক ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের চাপরাসী বাড়িতে প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী আত্মহত্যায় কাঁদিয়েছে অনেককে।

তার ছোট্ট শিশু ওমর ফারুক। বয়স তার মাত্র ৮ মাস। বাড়িতে অনেক মানুষের উপস্থিতিতে সে সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে।

যে কোলে নিতে চায় তার কোলেই সে যাচ্ছে। কিন্তু মায়ের মুখ দেখছে না। আর কোন দিন সে মায়ের মুখ দেখবেও না। পারিবারিক কলহের জেরে মা ইচ্ছাকৃতভাবেই তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে।

চির দিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে। সকাল গড়িয়ে দুপুর এসেছে। নিকট আত্মীয়রা তাকে দুদ পিটারে ভরে খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু সে খাচ্ছে না।

কিছুক্ষণ পরপর কান্না করছে আর এদকি ওদিক কি যেনো খুঁজছে। কারোই বঝুতে বাকি ছিলো না যে ওমর তার মাকে খুঁজছে।

এ দৃশ্য দেখে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারসহ উপস্থিত অনেকই চোখের পানি ছেড়ে দেন।

পুলিশ সুপার শামসুন্নাহার শিশুটিকে কোলে নিয়ে পরম মমতায় আগলে ধরেন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়নের ওয়ার্ডের গজারিয়া গ্রামের চাপরাসী বাড়ির প্রবাসী নজির আহম্মেদের স্ত্রী আছমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুকালে তিন সন্তান ওসমান(১০), আয়েশা(৪) ও ওমর ফারুক(৭ মাস) রেখে যান।

ফরিদগঞ্জ থেকে আতাউর রহমান সোহাগ : আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ২৪ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply