চাঁদপুরের মেঘনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২৫ জেলেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি মা ইলিশসহ আটক করা হয়েছে।
রোববার রাত ১২ থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীতে নৌ এসপি শাহরিয়া আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাসেদ, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকতা মাহাম্মদ মোস্তফা, নৌ ইন্সপেক্টর আবুল হোসেন, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফসহ এ অভিযান চালান।
আটককৃত হলেন চাঁদপুর সদরের বাঁশগাড়ি চরের আনোয়ার মাল (৪০)পিতা মৃত এছাখ আলি মাল, রেজাউল করিম (১৫) পিতা তাগাজি (৫৫) পিতা মৃত হজল গাজি, হাসান ছৈয়াল (২০) আক্তার আহম্মেদ ছৈয়াল (১৯) পিতা মফিজ ছৈয়াল, মোবারক (২৭) পিতা বাহার গাজি, মডেল লক্ষ্মীপুর ইউনিয়নের রাসেল (২৮) পিতা মৃত মিজান গাজি, সেলিম রাড়ি(২৫) পিতা জালাল রাড়ি, মালেক বেপারী (৪০)পিতা মৃত খলিল বেপারী ,আব্বাস ছৈয়াল (৪৫) পিতা মৃৃত জয়নাল ছৈয়াল, আজগর ছৈয়াল (৪০)পিতা মৃত জয়নাল ছৈয়াল, নুরু হালদার (১৫) পিতা আজু হালদার, চরমুকুন্দি মহাসিন (১৯) পিতা মফিজ পাটোয়ারী, জসিম মাঝি (৩০) পিতা দিনু মাঝি, রুস্তম আলি (১৮) পিতা শকওত আলি বেপারী, দ্বীন ইসলাম (১৫)পিতা নাসির আহম্মেদ শেখ, এমরান হোসেন (১৮) পিতা কাসেম বেপারী, বহরিয়ার, সাহাদাত পাটোয়ারী (৫০) পিতা হজল পাটোয়ারী, শুকুর গাজি (৩৫) পিতা রহিম গাজি, এবাদত (২৫) মৃত মুর ইসলাম রাঢ়ী, গোবিন্দীয়ারহের আলি সরকার, শাহ আলম (১৫) পিতা কাদের প্রধানিয়া, শরিয়তপুর জেলার চেরাচাক্কি গ্রামের মনির হোসেন (২২) পিতা শকওত আলি মাল, ইসমাইল (১২) পিতা মান্নান ভূঁইয়া, মোঃ বিল্লাল হোসেন (২৪) পিতা মহর আলি শেখ, গোবিন্দীয়ার মফিজ ছৈয়াল (৫৫) পিতা মৃত এছাখ ছৈয়াল, নুরুল হক গাজি (৫৫)পিতা মৃত হজল গাজি।এদিকে নৌ পুলিশ ফাঁড়িতে বিকেল ৩টা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাসেদ ১৭ জেলেকে ১ বছর করে সাজা প্রদান করেন।
অন্য ৮ জেলেকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়। অপরদিকে আটককৃত ৪০ হাজার মিটার কারেন্ট জাল নৌ-পুলিশে রাখা হয় পুড়িয়ে দেবার জন্য এবং ২৫ কেজি মা ইলিশ সরকারি কোল্ডস্টোরে রাখা হয়েছে।
মো. জাবেদ হোসেন || আপডেট: ০৭:১৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur