চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন ক্ষমতাবলে মন্ত্রী বা এমপি পদে বহাল আছেন তা জানতে চেয়ে দায়ের করা রিটটি ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার আবেদনটি ফেরত দেন।
একই সঙ্গে এই রিট শুনানির জন্য সিনিয়র কোনো বেঞ্চে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি দায়ের করেন।
আপডেট : বাংলাদেশ সময় : ০৩:০৯ অপরাহ্ন, ২৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি