Home / খেলাধুলা / অভিষেকে শূন্য হাতে ফিরলেন চাঁদপুরের মাহমুদুল
মাহমুদুল

অভিষেকে শূন্য হাতে ফিরলেন চাঁদপুরের মাহমুদুল

দলীয় ৩০০ রান পেরুতেই প্রথম ইনিংসের সমাপ্তি টানলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় এক রানে মাহমুদুল হাসান জয়কে ফেরত পাঠিয়েছেন সাজিদ খান।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৪ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম ১ রানে ও নাজমুল হোসাইন শান্ত ০ রানে।

বৃষ্টিতে তৃতীয় দিনের পুরোটা পরিত্যক্ত হওয়ার পর আজকের খেলা নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর শুরু হয়। ইনিংসের শুরুতেই দুই সেট ব্যাটার আজহার আলী ও বাবর আজমকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ দলের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এরপর ফাওয়াদ-রিজওয়ানের বিপক্ষেও বেশ কিছু সুযোগ তৈরি করেন এবাদত-খালেদ-তাইজুলরা। কিন্তু শেষ পর্যন্ত ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়েই ইনিংস শেষ করেন তারা। পাকিস্তানের সংগ্রহ ৩০০ রানে হতেই ইনিংসের সমাপ্তি টানেন বাবর। ফাওয়াদ আলম ৫০ ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। আজ খালেদের অসমাপ্ত ওভার দিয়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ওভারের বাকি থাকা চার বলে কোনো রান দেননি খালেদ।