চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজস্ব উদ্যোগে ইউনিয়নের অসহায় ও দরিদ্র হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে বস্ত্র বিতরণ করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘পবিত্র ঈদুল ফিতল ও ঈদুল আযহার সময় মৈশাদী ইউনিয়নের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এই প্রথমবারের মত আমরা হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেছি। আমরা চাই প্রতিটি ইউনিয়ন পরিষদ যেন অসহায় সকল ধর্মের মানুষের পাশে এসে সহায়তার হাত প্রসারিত করে।’
ইউনিয়ন পরিষদের ১শ ২০ জন নারী ও ১শ জন পুরুষের মাঝে এই বস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব আবু বকর সিদ্দিক মানিক, মহিলা মেম্বার শাহিদা বেগম, শিল্পী আক্তার, জাহেদা বেগম, মোঃ হাকিম গাজী, কামাল বেপারী, মোঃ বজলুল গণি ঝিলন, মোশারফ হোসেন বেপারী, মোঃ সেলিম বেপারী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার প্রমুখ। সন্ধ্যায় চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী আশিকাটি চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের পূজামন্ডপগুলো পরিদর্শন করেন।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক