মো: বশির আহমদ ফারুক, মালয়েশিয়া থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জালান ইপু মালয়েশিয়া শাখা কমিটি গঠন করা হয়েছে। জালান ইপু শাখা বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সৈয়দ আহমদের সভাপতিত্বে শনিবার জালান ইপু একটি হোটেলে অুনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি মো: শহিদ উল্লাহ শহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাধারন সম্পাদক ড.এমকে রহমান আরিফ, বিএনপি সহ-সভাপতি মাজু দেলোয়ার সাংগঠনিক সম্পাদক মো: কাজী সালাহ উদ্দিন,বিএনপি নেতা মো:নেছার আহমদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশে এখন আইনের শাসন নাই। দেশ এখন এক জনের কাছে জিম্মি। দেশে এখন মুজিবিয়্ শাসন চলছে। যার কথায় বিচার বিভাগ চলে। প্রশাসন এখন মুজিব কোটে জিম্মি। জিয়ার রহমান যখন ছিলেন দেশে অনেক কাজ হয়েছে। দেশের মানুষ শান্তিতে ছিল। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন হতে হবে। সেক্ষেত্রে প্রত্যেককে জিয়াউর রহমানের মতো হয়ে উঠতে হবে। সেক্ষেত্রে যদি ভুল করেন তাহলে ইতিহাস কাউকেই ক্ষমা করবেনা।’
বক্তারা আরও বলেন, ‘জিয়া ছিলেন এদেশের রাখাল রাজা। তিনি ঘরে বসে বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেননি। যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের অপরাধ হল আমরা তার কাজকর্মকে মানুষের সামনে তুলে ধরতে পারিনি। জিয়া বেচে থাকলে আজ আপনাদের মালয়েশিয়ায় কাজ করতে হত না। জিয়াউর রহমানের সাথে মালয়েশিয়া সম্পর্ক বেশ গভীর ছিল। জিয়া বেচে থাকলে দেশ আজ মালয়েশিয়ার মত উন্নত হত।’
আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতা কর্মির উপস্তিেিত মো: ইলিয়াছ চৌধুরীকে সভাপতি, সৈয়দ সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক ও আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জালান ইপু বিএনপি শাখা কমিটি গঠন করা হয়।
চাঁদপুর টাইমস- প্রতিনিধ/ডিএইচ/2015।