Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে ফলাফল বিপর্যয় : উপজেলায় এ+ ৩৬
হাজীগঞ্জে ফলাফল বিপর্যয় : উপজেলায় এ+ ৩৬

হাজীগঞ্জে ফলাফল বিপর্যয় : উপজেলায় এ+ ৩৬

জহিরুল ইসলাম জয় :
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাদীন চাঁদপুর জেলার মধ্যে প্রতি বছর সবচেয়ে বেশী হাজীগঞ্জ উপজেলা পাশের হার বেশি দেখা যেত। এবারে ব্যতিক্রম হলো।

এইচ এস সি পরীক্ষার ফলাফল রবিবার ঘোষণার পর। উপজেলা ১০ টি কলেজের মধ্যে এ বছর মাত্র ৩ টি কলেজ মিলিয়ে ৩৬ জন এ+ পেয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে কম।

এ বছর ফলাফলে প্রথম হয়েছে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চেীধুরী ডিগ্রি কলেজ। কলেজটিতে ১৭ জন এ+ অর্জন করেছে, পাশের হার ৮৬%।

২য় স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ । কলেজটিতে ৯০৮ জন পরীক্ষার্থীর মধে পাশ করেছে ৭৫১ জন,পাশের হার ৮৩%, এ+ মাত্র ৭ জন।

৩য় স্থানে রয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। মোট পরীক্ষার্থী অংশ নেয় ৬৬৭ জন, পাশ করেছে ২৪৬ জন, এ+ ১২ জন, পাশের হার মাত্র ৩৫.২৮%।

হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ পাশের হার মাত্র ৩৩%। দেশগাও ডিগ্রি কলেজ থেকে এ+ না পেলেও পাশের হার ছিল ৭৬%। বলাখাল ডিগ্রি কলেজের পাশের হার ৩৫.৪০% । নাসির কোট কলেজের পাশের হার ৭০%। ও কাকুরতলা জনতা কলেজের পাশের হার ৭০%।

হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড.মো.আলমগীর কবির পাটোওয়ারীর কাছে ফলাফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি চাঁদপুর টাইমসকে বলেন, এ বছর আমি পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা কোন কিছুতেই জড়িত ছিলাম না। তবে সারাদেশের প্রভাবটা হয়তো কিছুটা আমার কলেজেও পড়েছে।

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁদপুর টাইমসকে বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল বিপর্যয়ের প্রভাব আমাদের কলেজগুলোতেও পড়েছে। তবে সহসায় এর কারণ জানতে উপজেলার সব কলেজ অধ্যক্ষদের নিয়ে বসে জানতে পারবো। তবে আগামি দিনে আরো ভাল ফলাফল অর্জনে আমাদের সর্বাধিক সহযোগিতা থাকবে।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।