মালয়েশিয়ার পোর্ট ডিকসনে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৭শ’৬৭ বাংলাদেশিসহ ৯শ’৩৬ জন ‘অবৈধ অভিবাসীকে’ আটক করেছে দেশটি ইমিগ্রেশন পুলিশ।
আটককৃতদের মধ্যে মধ্যে ৭শ’৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, ৩ জন মিয়ানমার ও একজন নেপালের নাগরিক বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে। গত রোববার পোর্ট ডিকসনের জিমাহ এলাকায় ওই অভিযান চালানো হয়।
নেগেরি সেম্বাইলান রাজ্য ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনি জানিয়েছেন, আটক সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
তাদের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলাবার
এজি/এইউ